অবশেষে জামিনে মুক্ত জেলা বিএনপি নেতা সোহেল

নিজস্ব প্রতিবেদক ।।

পুলিশের দায়ের করা দ্রুতবিচার আইনের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার ৯ এপ্রিল বিকালে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান আপিলের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত এই বিএনপি নেতার জামিন মঞ্জুর করেন।

জামিনের খবর পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী দুপুর থেকেই কারাগারের পাশে জড়ো হতে থাকেন।

নিকলী উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুসহ অন্যান্য নেতা-কর্মী বিকালে কারাগার থেকে বের হওয়ার পর খালেদ সাইফুল্লাহ সোহেলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

Similar Posts

error: Content is protected !!