আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে মসজিদের পাশে রাস্তায় জমে থাকা পানি অপসারণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. জামিল মিয়া (২৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
বুধবার ২৪ মে বেলা ১১টার দিকে জেলা শহরের আলোর মেলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত ইমাম মো. জামিল মিয়া শহরের আলোর মেলা এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের প্রবেশপথের পাশে নির্মাণাধীন ‘মসজিদে উসমানী’-এর ইমাম এবং জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের আবদুস সালামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মসজিদের পাশে রাস্তায় জমে থাকা পানি অপসারণের জন্য ইমাম জামিল মিয়া সকালে একটি সেচপাম্প বসান। সেচপাম্পে পানি অপসারণের এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সূত্র : কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু (ঢাকা ভয়েজ, ২৪ মে ২০১৭)