মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের ভৈরবে ১২০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
১১ জুন রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর (মেঘনা সেতু) টোল প্লাজা সংলগ্ন নাটাল মোড় থেকে তাদের আটক করে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। এ সময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, রোববার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার ওসি একেএম মিজানুল হকের নেতৃত্বে একটি দল সৈয়দ নজরুল ইসলাম সেতুতে (মেঘনা সেতু) অভিযান চালায়। এ সময় হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করে।
পরে গাঁজা পরিবহনের দায়ে ট্রাকচালক সিলেটের উত্তর সুরমা এলাকার সাহাবুদ্দিন (২৪), তার সহযোগী হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া এলাকার মাসুম (২০) ও নাজিরপুরের রাসেল (১৯)কে আটক করা হয়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম মিজানুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।