‘লোডশেডিংয়ে বাংলাদেশ শীর্ষস্থানে’

load shedding nikli

আমাদের নিকলী ডেস্ক ।।

‘রিনিউয়েবলস ২০১৭ গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট’-এ প্রকাশ, ‘বিশ্বে সৌরশক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে’-এই ভালো খবরে কিন্তু পাঠকদের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়।

বিশ্বে ৬০ লাখ সৌর প্যানেলের মধ্যে ৪০ লাখই বাংলাদেশে ব্যবহার করা হয়। অর্থাৎ, বিশ্বে সৌরশক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে। এই তথ্য জানার পর ডয়চে ভেলের ফেসবুক পাঠক রাশেদ রাশু মনে হয় বিষয়টি পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। ফেসবুক পাতায় তিনি লিখেছেন, ‘‘ঘোষিত বাজেট কার্যকরের পর বিশ্বে সর্বনিম্নে অবস্থান করবে বাংলাদেশ। কারণ, সৌর প্যানেলে এবার শুল্ক আরোপ করা হয়েছে।”

‘‘আর আমাদের ভালো জিনিসে এক নাম্বারে থাকতে লজ্জা লাগে, তাই আগে ভাগেই ‘কর’ বাড়িয়ে দিয়েছে! ”পাঠক নয়ন আহমেদ অর্ক কিন্তু খানিকটা ব্যাঙ্গ করেই এই মন্তব্য করেছেন।

অন্যদিকে মোহাম্মদ রেজাউল হক লিখেছেন বিষয়টি তিনি বিশ্বাসই করেন না।

আর কামাল গাজি প্রশ্ন তুলেছেন, ‘‘এটা কিভাবে ভালো খবর হলো? দেশে বিদ্যুৎ নাই বলেই তো মানুষ সৌরশক্তি ব্যবহার করে?”

আর সজীব কুমার তালুকদারের মন্তব্য, ‘‘সন্ধ্যা হলেই বিদ্যুৎ থাকে না বলেই নাকি মানুষ অপারগ হয়ে সৌর বিদ্যুতের সিস্টেম কিনে। আর এখন বাহবা পাচ্ছে সরকার!”

সূত্র : ‘লোড শেডিংয়ে বাংলাদেশ শীর্ষস্থানে’ [ডয়চে ভেলে, ১৫ জুন ২০১৭]

Similar Posts

error: Content is protected !!