ভৈরবে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের ভৈরবে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৬ জুন শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবী হোসেন (২৪) নামের এ মাদক ব্যবসায়ীকে উপজেলার উত্তর ভৈরবপুর এলাকার চণ্ডিবের রোড থেকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব সার্কেলের একটি দল চণ্ডিবের রোডে অভিযান চালায়। এসময় উত্তর ভৈরবপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে নবী হোসেনের দেহ তল্লাশী করে পকেটে রাখা একটি পলিব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক কামনাশীষ সরকার জানান, আটককৃত মাদক ব্যবসায়ী নবী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!