বিশ্বের নয়টি সবচেয়ে স্বাস্থ্যকর দেশ

আমাদের নিকলী ডেস্ক ।।

কোন কোন দেশকে বিশ্বে সবচেয়ে স্বাস্থ্যকর বলে গণ্য করা যেতে পারে? ফর্বস-এর প্রকাশিত তালিকাটি শুধু স্বাস্থ্য বা প্রত্যাশিত আয়ুর ভিত্তিতেই নয়, আয়তন ও জনসংখ্যাও বিচার করা হয়েছে।

মোনাকো
ফ্রেঞ্চ রিভিয়েরা-র ধারে স্বাধীন নগর-রাজ্য মোনাকো। জনসংখ্যা মাত্র ৩৮,৩২০। প্রত্যাশিত আয়ুর বিচারে দেশটি বিশ্বে তৃতীয়। মাথাপিছু পুলিশের হিসাব ধরলে মোনাকো বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে পড়ে।

জাপান
জাপানের জনসংখ্যা হল ১২ কোটি ৭৩ লাখ। বাসিন্দাদের প্রত্যাশিত আয়ু ৮৪ বছর সাত মাস। জাপানকে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর দেশগুলির মধ্যে ধরা হয়। জাপানে একশো বছরের বেশি বয়সের মানুষদের সংখ্যা পঞ্চাশ হাজার। জনসাধারণের মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ স্থূলকায়। সে তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে স্থূলকায়দের অনুপাত জনসংখ্যার ৩০ শতাংশ বা তার বেশি।

আইসল্যান্ড
জনসংখ্যা তিন লাখ ত্রিশ হাজার। সে তুলনায় আয়তন এক লাখ বর্গকিলোমিটারের বেশি। অবস্থান ইউরোপের উত্তর-পশ্চিমে, আটলান্টিক মহাসাগরের উত্তরাংশে। আইসল্যান্ডে মানুষের প্রত্যাশিত আয়ু প্রায় ৮৩ বছর। জিডিপি’র নয় শতাংশের বেশি ব্যয় করা হয় স্বাস্থ্য খাতে। আইসল্যান্ডের মানুষদের গড় উচ্চতা বিশ্বে সর্বোচ্চ। পুরুষদের উচ্চতা গড়ে দুই মিটার বিশ সেন্টিমিটার।

সুইজারল্যান্ড
আল্পস পর্বতমালার কোলে অবস্থিত এই দেশটির আয়তন ৪১ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৮০ লাখ। মানুষজনের প্রত্যাশিত আয়ু ৮২ বছর ছয় মাস। জিডিপি-র সাড়ে এগারো শতাংশ ব্যয় করা হয় স্বাস্থ্য খাতে। ফর্বস-এর সমীক্ষা অনুযায়ী সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ।

লুক্সেমবুর্গ
জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামের সীমান্তে ছোট্ট একটি দেশ। আয়তন আড়াই হাজার বর্গ কিলোমিটারের কিছু বেশি, জনসংখ্যা পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার। প্রত্যাশিত আয়ু ৮২ বছরের কিছু বেশি। পাঁচ বছরের কমে শিশুমৃত্যুর ঘটনা এদেশে সবচেয়ে কম।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার জনসংখ্যা দুই কোটি ৪০ লাখের কাছাকাছি। বাসিন্দাদের প্রত্যাশিত আয়ু ৮২ বছরের কিছু বেশি। জিডিপি-র নয় দশমিক চার শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়। বিভিন্ন জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ার মানুষরা দেশটিকে বিশ্বের সবচেয়ে সুখি দশটি দেশের মধ্যে ফেলেন।

সুইডেন
স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটির আয়তন সাড়ে চার লাখ বর্গ কিলোমিটারের বেশি, জনসংখ্যা প্রায় দশ মিলিয়ন। দেশের মানুষদের প্রত্যাশিত আয়ু প্রায় ৮২ বছর।

অস্ট্রিয়া
পশ্চিম ইউরোপের কেন্দ্রে, আল্পস পর্বতমালার কোল ঘেঁষে অস্ট্রিয়া- জার্মানির প্রতিবেশী দেশ। চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, ইটালি, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড ও লিখটেনস্টাইনের সাথেও অস্ট্রিয়ার সীমান্ত আছে। আয়তন চুরাশি হাজার বর্গ কিলোমিটারের কিছু কম, জনসংখ্যা প্রায় ৮৫ লাখ। হেলথ কেয়ার সিস্টেম ইনডেক্সে অস্ট্রিয়ার স্থান ষষ্ঠ।

নেদারল্যান্ডস
দেশটির আয়তন ৪২ হাজার বর্গ কিলোমিটার, জনসংখ্যা এক কোটি চৌষট্টি লাখ। আয়ুর প্রত্যাশা গড়ে ৮১ বছরের কিছু বেশি। দেশটির নাম নেদারল্যান্ডস বা নীচু দেশ। কেননা দেশের ৫০ শতাংশ জমি সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার নিচে।

সূত্র : বিশ্বের ন’টি সবচেয়ে স্বাস্থ্যকর দেশ [ডয়চে ভেলে, ৪ জুন ২০১৭]

Similar Posts

error: Content is protected !!