অনলাইন নিউজ পোর্টাল আমাদের নিকলী ডটকম-এ গত ৩ ফেব্রুয়ারি ‘নিকলীতে আওয়ামীলীগ নেতার বাগানবাড়িতে জুয়ার আসর, সাংবাদিক লাঞ্ছিত’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখিত বাগানবাড়িটি আমাদের বসতবাড়ি হতে প্রায় ২ কিলোমিটার উত্তরে। বাড়িটিতে কোনো ঘর না থাকায় এবং কেউ বসত না করায় বর্তমানে পতিত অবস্থায় রয়েছে।
শান্তিপুর মেলার দিবাগত রাতে আমাদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল জুয়ার আসর বসায়। কোনো সাংবাদিকের সাথে ওই রাতে আমার সাক্ষাত না হওয়ায় লাঞ্ছিত করার বিষয়টিও সঠিক নয়। যেহেতু জুয়ার আসরের সাথে আমার বা আমার পরিবারের কারো কোনো সম্পৃক্ততা নেই, সেহেতু থানার ওসিকে কোনো প্রকার টাকা দেয়ার সংবাদটিও ভিত্তিহীন। আমার পিতা জনাব ইসহাক ভূইয়া নিকলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। আমি একজন ছাত্র। মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসি। আমাদের পরিবারের ঐতিহ্য ও আমার পিতার সুনাম ক্ষুণœ করার উদ্দেশে কতিপয় দুষ্কৃতিকারী সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি।