নিজস্ব প্রতিবেদক ।।
সিংপুরের ধনু নদীর তীরবর্তী স্থান থেকে বালুভর্তি করে যাওয়ার সময় একটি ভলগেট ডুবে গেছে। ভলগেটটি আজ (মঙ্গলবার, ২৫ জুলাই) সকাল ১১টায় দমকা ও ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত হাওরে আফাল (সজোরে বাতাসের সাথে হালকা বৃষ্টি) চলায় জলযানগুলো চলাচলে সাবধানতা অবলম্বন করছে।
গ্রামের লোকজন ভলগেটটি ডুবতে দেখে তারা ট্রলার নিয়ে তৎক্ষণাৎ সিংপুর বাজার থেকে ও গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারকারী লোকজনের কাছ থেকে জানা যায়, ভলগেটের কেউ হতাহত হয়নি।