নিকলীতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

সংবাদদাতা ।।
নিকলী সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ড কমিটি গঠনের জের ধরে শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৬টায় দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউপি সদস্য আবদুল কাদির মেম্বারের পরে পাঁচরুখী গ্রামের মহরম (৩০), ইসনারা (২৫), ময়না (৩০)কে আহত অবস্থায় নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আছর উদ্দিন (৫৫)কে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরচাঁন (৩০) ও আবু ছায়েম তামসু গ্রুপ প্রধান আবু ছায়েম (৫২)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিকলী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে আবদুল কাদির মেম্বারের কাছে পরাজিত হয় আবু ছায়েম তামসু। কিছু দিন আগে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনেও উভয়েই সভাপতি পদপ্রার্থী হয়। তামসু গ্রুপের সমর্থকদের প থেকে কাউন্সিলিং পদ্ধতিতে কমিটি গঠনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়। তাদের এ দাবীকে উপো করে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ গোপনে আবদুল কাদির মেম্বারকে সভাপতি করে কমিটি গঠনের অভিযোগ করে তামসু গ্রুপ। এ নিয়ে প্রায় সময়েই দু’গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়ে আসছিলো। এরই জের ধরে শনিবার ভোরে এই সংঘর্ষ বাঁধে।
নিকলী থানার ওসি একেএম মাহবুব আলম জানান, উভয় প থানায় মামলা করেছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!