উপজেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

সংবাদদাতা ।।
নিকলী উপজেলা পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ২২ মার্চ উপজেলা পরিষদ সম্মেলন কে শিা ও স্বাস্থ্যখাতে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ফ্যাসিলেটর মুনীর হোসেন মজুমদার, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুল মজিদ, উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুজ্জামান হাবীবসহ উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিষয়ের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলার ৭ ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।
প্রাথমিক শিক্ষা , মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এই ৪টি ভাগে ভাগ করে আগামী অর্থবছরে বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা ও সুপারিশ প্রস্তুত করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!