প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক শ্রীঘরে

সংবাদদাতা ।।
প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক এখন শ্রীঘরে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সিংপুর ইউনিয়নের পশ্চিম টেংগুরিয়া গ্রামের মৃত জমির উদ্দিনের কন্যা অজুফা (২৩)-এর সাথে পার্শ্ববর্তী দামপাড়া ইউনিয়নের আলীয়াপাড়া গ্রামের চান্দু ভূইয়ার ছেলে শরীফ মিয়ার (২৬) দীর্ঘদিন ধরে মন দেয়া-নেয়া চলছিলো। গত বৃহস্পতিবার রাত ৯টায় প্রেমিকা অজুফা (২৩) মোবাইল ফোনে প্রেমিক শরিফকে নিজ বাড়ির পাশে একটি ঘরে ডেকে নিয়ে শারিরীকভাবে মিলিত হবার চেষ্টাকালে স্থানীয় লোকজনের চোখে বিষয়টি ধরা পড়ে। প্রেমিক-প্রেমিকা উভয়কে আটক করে সারারাত আপোস মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে শুক্রবার সকালে নিকলী থানা পুলিশকে খবর দিলে এসআই জিয়াউর রহমান প্রেমিক যুগলকে থানায় নিয়ে যান।
২৭ মার্চ প্রেমিকা অজুফা বাদী হয়ে নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইনের ২০০৩/ ৯এর (৪) (খ) ধারায় একটি মামলা দায়ের করেন। পরদিন সকালে নিকলী থানা পুলিশ প্রেমিক শরীফকে জেল হাজতে পাঠায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!