দ্বিতীয়বার মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীদের ৫ নম্বর কাটা যাবে

আমাদের নিকলী ডেস্ক ।।

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় এক বছর আগে এইচএসসি উত্তীর্ণদের মোট প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধা তালিকা তৈরির সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগও স্থগিত করেছে।

ফলে, দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটার ক্ষেত্রে আইনী বাধা অপসারিত হলো।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ উভয়পক্ষে শুনানি নিয়ে বুধবার ৪ অক্টোবর এই আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ। অপরদিকে সরকার পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে হাইকোর্টে অবকাশকালীন একটি বেঞ্চ মেডিকেল ভর্তি পরীক্ষায় আগের বছরের এইচএসসি উত্তীর্ণদের মোট নম্বর প্রাপ্ত থেকে পাঁচ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছিল। পরে ওই আদেশের বিরুদ্ধে এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চও চেম্বার কোর্টে দেয়া আদেশ বহাল রাখে।

Similar Posts

error: Content is protected !!