কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট অজয় দাশগুপ্তের জন্মদিন আজ


নিজস্ব প্রতিবেদক ।।

কবি, ছড়াকার, প্রাবন্ধিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত। ১৯৫৯ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা ছড়া সাহিত্যের অন্যতম সফল রুপকার এবং পরবর্তীতে কবিতা ও প্রবন্ধে এক বিশেষ জগত তৈরি করেন তিনি।

ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সমকালীন লেখায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন পাঠক মহলে নব্বই দশকের শেষের দিকে। যা এখনো বিদ্যমান। বর্তমানে জনপ্রিয় এই লেখক স্ত্রী দীপা দাশ গুপ্তকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরে বসবাস করছেন। তাদের একমাত্র ছেলে অর্ক হলিউড এবং অস্ট্রেলিয়ার মূলধারা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা।

অজয় দাশগুপ্ত দীর্ঘসময় প্রবাসে থেকেও নিয়মিত লেখালেখি করছেন বর্তমান সময়ের জনপ্রিয় প্রথম সারির দৈনিকগুলোতে।

ভ্রমণ এবং খেলাধুলার প্রতি নেশা রয়েছে লেখকের। প্রকাশের প্রহর গুনছে আত্মজীবনীমূলক লেখা “বহুরুপে সমুখে তোমার”।

ছড়া ও প্রবন্ধের বেশক’টি উল্লেখযোগ্য বইয়ের পাশাপাশি কলামগুচ্ছও বেরিয়েছে। “ইয়াহিয়া থেকে পলপট” বিভিন্ন দেশ ভ্রমণ শেষে লেখকের এক অনবদ্য সৃষ্টি। বহুমুখী প্রতিভাধর এই লেখকের প্রতি রইল জন্মদিনের শুভেচ্ছা।

Similar Posts

error: Content is protected !!