সংবাদদাতা ।।
নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী শিউলী আক্তার। নিহত শিউলি আক্তারের (২৭) স্বামীর বাড়ী নিকলী উপজেলার দামপাড়া গ্রামে| স্বামীর নাম মাঈন উদ্দীন| তারা কর্মসূত্রে ভৈরব উপজেলায় পৌরসভার অন্তর্গত পন্চবটি গ্রামের কামাল মিয়ার বাসায় ভাড়া থাকে| স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২৫ শে জুলাই শনিবার রাতে স্বামী স্ত্রীর কলহের জের ধরে শিউলী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়| রহস্যজনক কারণে তার স্বামী মাঈন উদ্দীন তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে বাসায় রেখে গোপনে চিকিৎসা দিতে থাকে| এতে শিউলীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| পর দিন রবিবার সন্ধায় তাকে ভৈরব উপজেলা হাসপাতালে নেওয়া হয়| সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়| গুরুতর আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়া হলে পথেই শিউলির মৃত্যু হয়| এলাকাবাসী ধারণা করছে, সম্ভবত পরকীয়াজনিত কারনে এ ঘটনা ঘটতে পারে| ভৈরব থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে|