মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদর উপজেলার লাহিরীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ৪টি গ্রামে সাড়ে তিন হাজার লোক বাস করে। এই ওয়ার্ডে কোনো পাকা রাস্তা নেই।
এখানে একটি দাখিল মাদ্রাসা, দু’টি সরকারি প্রাথমিক বিদ্যলয়, একটি কমিউনিটি ক্লিনিক, উত্তর বগুড়ার ২য় বৃহত্তম মসজিদসহ ১১টি মসজিদ, একটি হাফেজিয়া মাদ্রাসা, ৪টি ঈদগাহ মাঠ, ১০ হাজার মুরগীর পোল্ট্রি ফার্মসহ ৮টি পোল্ট্রি ফার্ম।
এছাড়া এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এখানে ভার্মি কম্পোস্ট সার তৈরি ও গবাদি পশু মোটা তাজা করা হয়। গত বছর বিদেশী স্টিম এই প্রজেক্টগুলো পরিদর্শন করেন। এই ওয়ার্ডে গুরুত্বপূর্ণ রাস্তা বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডিহারার অদূরে বুজরুক মাঝিড়া পাকুর তলা থেকে মধুঝিড়া কমিউনিটি ক্লিনিক হয়ে রায়াঝিড়া-পীরগাছা পাকা রাস্তায় যোগ হয়েছে।
এই রাস্তাটি পাকা না হওয়ায় গ্রীষ্মকালে ধুলা বালি, বর্ষাকালে কাদা হওয়ায় এলাকার মানুষ কৃষিপণ্য স্বাভাবিকভাবে বাজারজাত করতে পারে না। জেলা শহরের সাথে ঠিক মত যোগাযোগ করতে পারে না। ছাত্রছাত্রীরা ঠিক মত স্কুল-কলেজে যেতে পারে না। রোগীদের স্বাভাবিক ভাবে ক্লিনিকে আনা-নেয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়।
এই রাস্তাটির গুরুত্ব অনুভব করে এক যুগ আগে মহাসড়কের পাকুরতলা থেকে পাকাকরণের কাজ শুরু করে ৮ শত মিটার রাস্তা পাকা হওয়ার পর অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে এ রাস্তাটুকুর খোয়া পাথর উঠে গিয়ে খানা-খন্দে পরিণত হয়েছে। অন্য গুরুত্বপূর্ণ রাস্তা মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিক থেকে গোলাবাড়ী মসজিদ হয়ে শাতশেমুলিয়া গোরস্থান বজলুর বাড়ি হাতিবান্ধা-পীরগাছা রাস্তা পর্যন্ত।
বুজরুক মাঝিড়া মালেকের বাড়ি থেকে লাহিরীপাড়া হিন্দু পাড়া পর্যন্ত রাস্তা। বুজরুক মাঝিড়া আজিম উদ্দিনের বাড়ি থেকে বুড়ি তলা পর্যন্ত। হিন্দুপাড়া থেকে ফকিরপাড়া হয়ে হাতিবান্ধা-পীরগাছা পাকা রাস্তা পর্যন্ত।