আমাদের নিকলী ডেস্ক ।।
করিমগঞ্জে দুই সহোদর কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। এছাড়া তিনটি গরু ও পাঁচটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। সোমবার (১৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে পৌরসভার কলাতুলি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কলাতুলী গ্রামের গোলাপ মিয়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ে গোলাপ মিয়ার ভাই আরজু মিয়ার বসতঘরে।
খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই গোলাপ মিয়া ও আরজু মিয়ার চারটি ঘর পুড়ে যায়। এছাড়া বাড়িতে থাকা তাদের তিনটি গরু ও পাঁচটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় দুই সহোদরের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
সূত্র : করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর, গরু-ছাগল পুড়ে ছাই [কিশোরগঞ্জ নিউজ, ২০ মার্চ ২০১৮]