নিকলীতে পপি-রিকল সিবিও সদস্যদেরকে হাত ধোয়া ডিভাইস বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলীতে সোমবার ২৭ মার্চ বেলা ১২টায় পপি-রিকল অফিস চত্বরে সিবিও সদস্যদের মাঝে হাত ধোয়ার ডিভাইস বিতরণ করা হয়।

নিকলী উপজেলার ছাতিরচর ও গুরই ইউনিয়নের সিবিও সদস্যদের মাঝে ৩৭টি হাত ধোয়ার ডিভাইস বিতরণ করা হয়। ডিভাইস বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও ছাতিরচর ইউনিয়নের চেয়ারম্যান মো: জামালউদ্দিন।

ডিভাইস বিতরণের শুরুতে এর ব্যবহার ও সংরক্ষণ নিয়মাবলী সকল সদস্যকে বুঝিয়ে বলা হয়। খাবার আগে ও ল্যাট্রিন ব্যবহারের পরে সাবান দিয়ে ২ হাত পরিষ্কার করে ধোয়ার জন্য মূলত এই ডিভাইস প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যান সিবিও সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিজের পাশাপাশি পরিবারের সকলকে এই অভ্যাসের সাথে সম্পক্ত করতে হবে। ভালভাবে পরিষ্কার করে হাত ধুলে রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। সবাই যাতে এই ডিভাইস ব্যবহার করে তা নিশ্চিৎ করতে হবে।

উল্লেখ্য, পপি-রিকল চলতি অর্থবছরে কর্ম এলাকায় ওয়াশ প্রমোশনের লক্ষ্যে সিবিও সদস্যদের মাঝে নিকলী ও মিঠামইনে ৯০টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং ৬৫টি হাত ধোয়ার ডিভাইস বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোশারফ হোসেন খাঁন।

Similar Posts

error: Content is protected !!