নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সম্পর্কিত অনলাইন পত্রিকা “আমাদের নিকলী”র উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়েছে। সাহিত্য সাংস্কৃতিক আড্ডা আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় নিকলীর হাওর সৈকত বেড়ীবাধ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আড্ডায় আলো ছড়াবেন নিকলী, কিশোরগন্জসহ দেশের বরেণ্য লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, মিডিয়াকর্মী ও সংস্কৃতিপ্রিয় ব্যক্তিবর্গ। আপনিও আমন্ত্রিত।
যোগাযোগের জন্য ফোন করুন: ০১৯১৬৯৭৩৩৯৬, ০১৭৫৫৫৩০৯৭৯, ০১৬৭৫৫১২৩৬২