“আর্জেন্টিনার বিপক্ষে গোল করা আমার জন্য কঠিন নয়”

আমাদের নিকলী ডেস্ক ।।

আইসল্যান্ডের বিপক্ষে তার জোড়া গোল ধুঁকতে থাকা আর্জেন্টিনাকে হয়তো শেষ ষোলোয় ওঠার আশা জুগিয়েছে। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেও এর পুনরাবৃত্তি করতে পারবেন বলে আত্ববিশ্বাসী নাইজেরিয়ার আহমেদ মুসা।

ভলগোগ্রাদ স্টেডিয়ামে শুক্রবার ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারায় নাইজেরিয়া। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন মুসা। আক্রমণভাগের এই খেলোয়াড় জোড়া গোল করেছিলেন ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হারের ম্যাচেও।

সেন্ত পিতার্সবুর্গে আগামী মঙ্গলবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। নক-আউট পর্বের টিকেট পেতে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে উভয় দলের জন্য।

এ ব্যাপারে মুসা বলেন, “এই ম্যাচের গুরুত্বটা আমরা জানি। এটা বাঁচা-মরার লড়াই। আমাদের জিততেই হবে।”

“তবে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা আমার জন্য ঐরকম কঠিন কিছু নয়।”

প্রথম দু্ই ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। তাদের সঙ্গী হয়ে শেষ ষোলোর ওঠার সম্ভাবনা আছে নাইজেরিয়া, আর্জেন্টিনা ও আইসল্যান্ডের।

সূত্র : আর্জেন্টিনার বিপক্ষে গোল করা আমার জন্য কঠিন নয়: মুসা  [বিডি নিউজ, ২৩ জুন ২০১৮]

Similar Posts

error: Content is protected !!