জে এস সি কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন

সংবাদদাতা ।।
১ নভেম্বর রোববার সারাদেশে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিকলী উপজেলায় পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে শিক্ষকদের নিয়ে দফায় দফায় মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ১০টি মাধ্যমিক স্কুল ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে মোট একহাজার ছয়শত নব্বই জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করেছে। নিকলী জি,সি পাইলট স্কুল কেন্দ্র এবং পরীক্ষার্থী বেশি হওয়ায় ভেন্যু করা হয়েছে শহিদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়, নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজকে। নিকলী জিসি পাইলট স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশীদ জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার হল সাজানো হয়েছে। সিট প্লান আসন বিন্যাস করা হয়েছে। জেএসসি পরীক্ষার কেন্দ্র সচিব দেলোয়ার হোসেন জানান, জেএসসি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরীক্ষার হল সুন্দরভাবে সাজানো হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!