কটিয়াদীতে সহকারী স্বাস্থ্য সচিবের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শাহাদাৎ হোসেন কবির।

শনিবার (১৩ অক্টোবর ২০১৮) সকাল ১০টায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন ভবনগুলো পরিদর্শন করেন। এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তাকে দ্রুত সংস্কারের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন।

পরে চারিপাড়া কমিউনিটি ক্লিনিক এবং আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। ক্লিনিক ও কেন্দ্রের পরিবেশ পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় কটিয়াদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজরিনা তৈয়ব, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ শামীম মিয়া, ডাঃ নুপূর সাহা, ডাঃ মোঃ আরশাদ হোসেন, ডাঃ সঞ্চয় দাস, সিনিয়র স্টাফ নার্স উজ্জ্বল দত্ত, স্বাস্থ্য পরিদর্শক মুজিবুর রহমান, প্রধান সহকারী মোঃ মিজানুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম, এমটিইপিআই হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!