ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ এসোসিয়েশনের (আরপিএ) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর ২০১৮) সকাল সাড়ে ১১টায় ধামইরহাট থানা ভবনে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধামইরহাট থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা কামাল, সারোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক হাদিউজ্জামান, অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা খাজা ময়েন উদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম বলেন, নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ এসোসিয়েশন ধামইরহাট থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে অবসরপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক হাদিউজ্জামানকে আহ্বায়ক এবং খাজা ময়েন উদ্দিনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।