ডেস্ক রিপোর্ট ।।
নবগঠিত উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে জুতা মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। রোববার দুপুরে হোসেনপুর বাজারে এ জুতা মিছিল ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবগঠিত হোসেনপুর বিএনপি উপজেলা কমিটিকে কতিপয় নেতার পকেট কমিটি উল্লেখ করে বিএনপির এক অংশ দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অবিলম্বে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আমিন পারভেজ।
সংবাদ সম্মেলন শেষে হোসেনপুর বাজারে জুতা মিছিল বের করা হয়। এ সময় নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম মবিনের লোকজন মিছিলে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র : জাগোনিউজ