লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাই উপজেলায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০জন আহত হয়েছেন। সোমবার (২২ অক্টোবর ২০১৮) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার মুড়াকরি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুড়াকড়ি বাজারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের হাফিজ ও কাইয়ুম মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল সাড়ে ৯টার সময় উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হাসিম মিয়া (২৬) ফিকলবিদ্ধ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত হাসিম মিয়া ওই গ্রামের মৃত ওয়ায়েদ মিয়ার ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা অফিসার্স ইনচার্জ এমরান আহম্মদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটঁনাস্থলে পৌছলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, এ ঘটানায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।