মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীর ক্যান্টনমেন্ট এলাকার ৩নং বাজারস্থ চিকনছড়ায় অভিযান চালিয়ে মদ তৈরির কারখানা ধ্বংস করেছে র্যাব-৭। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সম্রাট খীসা।
বুধবার (১৪ নভেম্বর ২০১৮) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি কারখানা থেকে। অভিযানের বিষয়টি জানতে পেরে সরে গেছে মদ তৈরির কারিগররা।
অভিযানের ব্যাপারে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের মাধ্যমে চিকনছড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০ লিটার মদ, মদ তৈরির বেশকিছু সামগ্রী (সিলভারের কলসি, পাতিল, বালতি, প্লাস্টিকের ড্রাম) উদ্ধার করে ধ্বংস করা হয়।
ওই স্থানটি থেকে সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে মদ পাচার করে থাকে। এ অভিযানে মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা গেলেও কাউকে আটক করতে পারেনি বলে জানান। অভিযানে র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার (এএসপি) সোহেল ও তার সঙ্গীয় ফোর্স অংশ নেন।