আমাদের নিকলী ডেস্ক ।।
বিনা অস্ত্রোপচারে হৃদরোগের চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করেছে সাওল হার্ট সেন্টার। প্রতিষ্ঠানটি কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই বিকল্প পদ্ধতিতে হৃদরোগীদের “বাইপাস” ও “এনজিওপ্লাস্টি” করা সম্ভব বলে জানিয়েছে।
ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিমেল ছাজেড় কর্তৃক প্রতিষ্ঠিত সাওল হার্ট সেন্টারের ১৯তম শাখা এটি। উদ্বোধন উপলক্ষে শনিবার (৮ ডিসেম্বর ২০১৮) চট্টগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্যে সাওল হার্ট সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান মোহন রায়হান বলেন, হৃদরোগ প্রতিরোধের কাজটি সাওল হার্ট সেন্টার সামাজিক আন্দোলন হিসেবে নিয়েছে। আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি সুস্থরা যাতে আক্রান্ত না হন, সেজন্য সাওল হার্ট সেন্টার কাজ করছে।
তিনি বলেন, হৃদরোগের কারণগুলো জেনে সেগুলো এড়িয়ে চলতে হবে। নয়তো চিকিৎসা গ্রহণের পরেও আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
“চট্টগ্রাম অঞ্চলে হৃদরোগীর সংখ্যা তুলনামূলক বেশি। সাওল হার্ট সেন্টার ঢাকা শাখায় প্রথম যে রোগীর বিনা অস্ত্রোপচারে বাইপাস করা হয়েছে, সেই রোগীর বাড়িও চট্টগ্রামে। এজন্য রোগীদের আরও ভালো সেবা দিতে চট্টগ্রামে সেবা কার্যক্রম চালু করেছি আমরা।” যোগ করেন চেয়ারম্যান মোহন রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্ত্তী বলেন, “হৃদরোগ থেকে মুক্তি পেতে সংযমী হতে হবে। অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া ছাড়তে হবে।”
সাওল হার্ট সেন্টারের কনসালটেন্ট ডা. মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএসটিসির সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদিউল আলম, সাওল হার্ট সেন্টারের কনসালটেন্ট ডা. ফারহান আহমেদ ইমন, সমাজকর্মী জেসমিন সুলতানা পারু, মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, চসিক বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন।
যাত্রা শুরু উপলক্ষে শনিবার (৮ ডিসেম্বর ২০১৮) বিকেলে নগরের গোল পাহাড় মোড় এলাকায় সাওল হার্ট সেন্টারে হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে প্রতিষ্ঠানটি।
সূত্র : বাংলা নিউজ, ৮ ডিসেম্বর ২০১৮