হাটহাজারীতে ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ২০ হাজার আইসক্রিম ধ্বংস

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) ।।

হাটহাজারীতে দু’টি আইসক্রিম ফ্যাক্টরিতে হানা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ২০১৯) দুপুর দেড়টার সময় পৌরসদরস্থ কাঁচাবাজার এলাকায় ফয়জিয়া নামক দু’টি আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২০ হাজার ক্ষতিকারক আইসক্রিম ধংস করেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, পৌরসদরস্থ কাঁচাবাজার এলাকায় ফয়জিয়া নামে দু’টি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ঘনচিনি, স্যাকারিন, ক্ষতিকর রঙ, অ্যারারোট এবং বার্লি দিয়ে আইসক্রিম তৈরি করার জন্য ২০ হাজার আইসক্রিম ধ্বংস করা হয়েছে। এ অপরাধের জন্য মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

Similar Posts

error: Content is protected !!