লাখাইয়ে আশ্রমের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গোপাল জিউর আশ্রমের দখলীয় ১৫.১২ একর দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের গাফিলাতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ২০১৯) গোপাল জিউর আশ্রম কমিটির এবং দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণ কমিটি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গোপাল জিউর আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি তাপস কিশোর রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিরঞ্জন সিংহ, কমরেড হিরেন্দ্র দত্ত, এডভোকেট শ্যামল কান্তি ও বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু উপস্থিত ছিলেন।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দেবোত্তর সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারে প্রশাসনের প্রতি দাবি জানান।

Similar Posts

error: Content is protected !!