আমাদের নিকলী ডেস্ক ।।
রাজধানী ঢাকায় কর্মরত কিশোরগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কিশোরগঞ্জ উৎসব হয়ে গেল। শুক্রবার (১৯ এপ্রিল ২০১৯) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা।
ময়মনসিংহ বিভাগ এবং জাতীয় পর্যায়ের আমন্ত্রিত জ্যেষ্ঠ সাংবাদিকরাও এতে অংশ নেন। উৎসব পরিণত হয় মিলনমেলায়। দুপুরে কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বাউল ও পালা গানের অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন কিশোরগঞ্জ জেলার শিল্পীরা।
উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি আবদুল কাহহার আকন্দ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ, ভাস্কর হামিদুজ্জামান খান, কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকার সভাপতি আককাস আলী বেপারী, অধ্যক্ষ সামসুল ইসলাম, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আসাদুল হক, হোসেনপুর সমিতি ঢাকার সভাপতি নুরুল আলম ভুইয়া, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কুদ্দুস আফ্রাদ ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আজিজুল হক এরশাদ।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।
সূত্র : এনটিভি অনলাইন