ধামইরহাটে গম ক্রয়ের উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে গম সংগ্রহ ২০১৯ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান, ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক মোতারফ হোসেন মুকুল, পাস্কায়েল হেমরম, রেজুয়ান আলমসহ আগ্রাদ্বিগুন খাদ্যগুদাম কর্মকর্তা দেবপ্রিয় ভট্টাচার্য ও বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির জানান, চলতি মৌসুমে ২৮ টাকা কেজি দরে ধামইরহাট উপজেলার ২৩৭ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।

Similar Posts

error: Content is protected !!