ধামইরহাটে করোনার ঝুঁকি নিয়ে প্রতিবন্ধী সন্তানকে খুঁজছেন বৃদ্ধ বাবা

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

“ভালো হোক মন্দ হোক, বাবা আমার বাবা- পৃথিবীতে বাবার চেয়ে আপন, আর আছে কেবা”। মনিষীদের এই চিরন্তন সত্য কথা যেন আজীবনই সত্য। তেমনি এক দৃষ্টান্ত বৃদ্ধ বাবার ছেলেকে খোঁজা।

প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ মানুষ যখন গৃহবন্দি, ঠিক সেই সময় করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে সন্তানকে খুঁজে ফিরছেন বৃদ্ধ বাবা তমেজ উদ্দিন। এ বিষয়ে ধামইরহাট থানায় জিডি করেছেন ভুক্তভোগী বাবা। জিডি নম্বর-২৫২, তারিখ-০৯/০৫/২০২০।

জানা গেছে, ধামইরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডভুক্ত মালাহার গ্রামের তমেজ উদ্দিনের মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) প্রায় ৩ মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। সেই থেকে দিনরাত রাস্তায় রাস্তায় বিভিন্ন দোকানে ও গ্রাম-গঞ্জে সন্তানের খোঁজ করছেন বাবা তমেজ উদ্দিন।

তমেজ উদ্দিন জানান, সম্প্রতি জয়পুরহাট জেলার ইজমেতা হতে বাড়ি এসে পরদিন আবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এক কাপড়ে (লুঙ্গি-গেঞ্জি পড়ে) বাড়ি থেকে চলে যাওয়ায় আজও ছেলেকে খুঁজছি।

করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে কেন রাস্তায় বের হয়েছেন এমন প্রশ্নের উত্তরে তমেজ উদ্দিন বলেন, বাবা আমার চেলে কালা হোক আর বোবা হোক সেতো আমার আদরের ছোট সন্তান। ছেলেকে খুঁজতে গিয়ে আমার মরন হলেও সমস্যা নেই। তবুও ছেলেকে না নিয়ে বাড়ি ফিরব না।

Similar Posts

error: Content is protected !!