পাকুন্দিয়ায় মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেফতার হলেন যুবলীগ আহ্বায়ক

হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি ।।

টর্চ লাইটের ভিতরে কৌশলে ইয়াবা ঢুকিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ মে ২০১৯) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। টিপু পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, একরাম হোসেন টিপু তিন থেকে সাড়ে তিন মাস আগে কুমারপুর গ্রামের খোকন নামে এক ব্যক্তির টর্চ লাইটের ভিতরে কৌশলে ইয়াবা ঢুকিয়ে দেয়। পরে নিজের পরিচয় গোপন রেখে মোবাইল ফোনে পুলিশকে খবর দিলে পুলিশ খোকনকে গ্রেফতার করে। এ মামলায় খোকন কিছুদিন হাজতবাস করেন। পরে খোকন জামিনে বের হয়ে বিষয়টি সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

পুলিশের তদন্তে খোকনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় একরাম হোসেন টিপুর নাম বেরিয়ে আসে। শনিবার রাতে পাকুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর টিপু পুলিশের কাছে খোকনকে মাদক দিয়ে ফাঁসানোর বিষয়টি স্বীকার করেছে বলে ওসি জানান।

একরাম হোসেন টিপু পারিবারিক ও দলীয় প্রভাবে পাকুন্দিয়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

একরাম হোসেন টিপু

Similar Posts

error: Content is protected !!