বাজিতপুরে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ক আলোচনা সভা

মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ডুঁয়াইগাঁও সুলতানপুর উচ্চ বিদ্যালয় ও পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি ও মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে বিকাল ৩টায় ডুঁয়াইগাঁও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ খাজামুদ্দিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা সামছুল হক, আব্দুল হামিদ, মোঃ শফি হোসেনসহ ১০জন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ে শিক্ষার্থীদের বর্ণণা দেন।

একই সঙ্গে বিকাল ৪টায় পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বাক্কারের সভাপতিতে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!