নিকলীর ১৫ মণ্ডপে দুর্গাপূজা

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১৫ মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসবে মনোরম আলোকসজ্জা ও নানারকম বিনোদন আয়োজন ঘিরে পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে উৎসব আমেজ।

দেখা যায়, হাওরবেষ্টিত নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে ৪টি, গুরুইয়ে ২টি ও সদর ইউনিয়নের ৯ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজকরা অঘোষিত নান্দনিক প্রতিযোগিতায় মেতে উঠেছে। দর্শনার্থিদের আকর্ষণে বাহারি আলোকসজ্জা, নাচ, গানসহ বিনোদনমূলক আয়োজন চোখে পড়বার মতো।

এইসব আয়োজনে ধর্মীয় সম্প্রীতির নজিরতুল্য উপজেলা নিকলীবাসি বর্ণ-ধর্ম নির্বিশেষে মণ্ডপগুলোতে ভীড় করছে। সব মিলিয়ে পুরো উপজেলায় চলছে উৎসব আমেজ।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নিকলী উপজেলা শাখা সাধারণ সম্পাদক বিপুল দেবনাথ জানান, ধর্মীয় সম্প্রীতির উপজেলা এই হাওর উপজেলা। ধর্মীয় উৎসবগুলো এখানে বাস্তবিকই সার্বজনীন। কোনো উগ্রবাদ এখানে না থাকলেও প্রশাসন নিশ্ছদ্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছে।

Similar Posts

error: Content is protected !!