ধামইরহাট সীমান্তে বিজিবি কর্তৃক ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাট সীমান্তে বিজিবি কর্তৃক ৪২৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ১৪ বডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর ভোরে উপজেলার ভূটিয়াপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শাহজাহান আলীর নেতৃত্বে বিজিবি টহল টিম দড়িপাড়া নামক স্থানে অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল আটক করে। একই রাতে আগ্রাদ্বিগুন বিওপির টহল সুবেদার কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাউটি গ্রামে অভিযান চালিয়ে ১৯০ বোতল ও বুধবার রাতে কড়িয়া বিওপির বিজিবি টহলটিম কুদুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারকেল ও সাউন্ড বক্সের ভেতরে সাজানো ৩৭ বোতল ফেনসিডিলসহ মোট ৩টি স্থানে অভিযান চালিয়ে ৪২৭ বোতল ফেন্সিডিল আটক করে। তবে কোন চোরাকারবারীকে পায়নি বিজিবি।

Similar Posts

error: Content is protected !!