হোসেনপুরে করোনা লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু

আমা‌দের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কানের ব্যথাসহ জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক শিশুর (৯) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পানান গ্রামের নিজ বাড়িতে মারা যায় শিশুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই শিশু কানের ব্যথাসহ জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলো। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে প্রচণ্ড ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে শিশুটিকে হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুত করে পরিবারের লোকজন। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

পরে শিশুটি করোনাভাইরাসে মারা গেছে এমন কথা এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন সেখানে গিয়ে শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান সংবাদমাধ্যম‌কে জানান, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

 

সূত্র : বাংলা‌নিউজ২৪

Similar Posts

error: Content is protected !!