নিকলীতে জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ হেলাল উদ্দিন, বিশেষ সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠুর নির্দেশনায় আজ শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

নিকলী উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাছ ফরাজী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ, উপজেলা যুবদলের সহসভাপতি আল মামুন (মেম্বার), উপজেলা বিএনপি প্রচার সম্পাদক সাহের উদ্দিন মেম্বার, অর্থ সম্পাদক, মুখলেছুর রহমান খান, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক কামরুল আহসান স্বাধীন, জেলা ছাত্রদলসহ সভাপতি আবুল খায়ের উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক আসাদুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন সোহাগ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Similar Posts

error: Content is protected !!