করোনা : মেষপালকসহ ৫০ ছাগল-ভেড়া আইসোলেশনে!

আমাদের নিকলী ডেস্ক ।।

করোনা ভাইরাস অত্যন্ত সংক্রামক রোগ হওয়ার কারণে সতর্কতাকে সুস্থ থাকার জন্য অন্যতম হাতিয়ার ভাবা হচ্ছে। ফলে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষ তো বটেই, আইসোলেশনে রাখা হচ্ছে পশু-প্রাণিকেও। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতে। যেখানে মেষপালক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর ৫০টি ছাগল ও ভেড়াকে রাখা হয়েছে আইসোলেশনে।

দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কর্নাটকের তুমাকুরু জেলার গোদেকেরে গ্রামে এ ঘটনা ঘটে।

কিছু ছাগল ও ভেড়ার শ্বাসকষ্ট হচ্ছে এমন সন্দেহে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা স্থানীয় পশুপালন দপ্তরের কর্মকর্তাদের জানান। পরে দেখা যায় এ ছাগল ও ভেড়াগুলোকে যে দেখভাল করেন শ্বাসকষ্ট হচ্ছে তারও। নমুনা পরীক্ষার পর জানা যায় ওই মেষপালক করোনায় আক্রান্ত।

এরপর মেষপালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আর ৫০ ছাগল ও ভেড়াকে আইসোলেশনে রাখা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!