করোনা ধ্বংস করতে কামান দাগা!

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলায় “মশা মারতে কামান দাগা” প্রবাদ বহুদিনের পুরোনো। “এবার এসেছে করোনা মারতে কামান দাগা!” না, এটা ঠিক পুরোপুরি সত্য নয়। কামানের মতো দেখতে “মিস্টিং ক্যানন” ব্যবহার করে ভাইরাস নিধনের চেষ্টার কারণেই উঠে এসেছে এমন কথা।

কয়েক মাস আগে চীনের হুবেই প্রদেশের রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে ব্যবহার করতে দেখা গেছে মিস্টিং ক্যানন। এবার তাদের দেখাদেখি একই পথ ধরেছে ভারতের কলকাতায়ও।

অবশ্য বিশালাকার এই যন্ত্রটির ব্যবহার ভারতে এটাই প্রথম নয়। দিল্লিতে বায়ুদূষণ কমাতে আগেও ব্যবহার করা হয়েছে মিস্টিং ক্যানন। এবার কলকাতার রাস্তায় করোনা নিধনে ব্যবহৃত হচ্ছে সেটি।

এই যন্ত্রের মাধ্যমে কুয়াশার মতো বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে জলকণা। সেই পানিতে জীবাণুনাশক মিশিয়ে করোনা নিধনে নেমেছে কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই যন্ত্রের ব্যবহারে সতর্ক হওয়া দরকার। অতিরিক্ত জীবাণুনাশক ব্যবহারে করোনার সঙ্গে মারা পড়তে পারে উপকারী ব্যাকটেরিয়াও। এছাড়া, রাসায়নিকের প্রভাবে মানুষের শরীরেও গুরুতর সমস্যা তৈরি হতে পারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Similar Posts

error: Content is protected !!