ধামইরহাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাট উপজেলা হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই বিকেল সাড়ে ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে হাসপাতালের ব্যবস্থাপনা ও করোনা পরিস্থিতি এবং কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ঈমাম, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, সাব-ইন্সপেক্টর মহসিন আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সঞ্চালক স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় করোনা রোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও হাসপাতালের মনোরম পরিবেশ ফিরিয়ে আনায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও ইউএনও গনপতি রায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রধানের ভূয়সী প্রশংসা করেন।

Similar Posts

error: Content is protected !!