২০১৭ সালের ‘একুশে পদক’র জন্য মনোনয়ন আহ্বান

ekushe padak 2017

আমাদের নিকলী ডেস্ক ।।

আগামী বছরের (২০১৭) একুশে পদক’র জন্য মনোনয়ন বা প্রস্তাব আহবান করা হয়েছে। বাসস

বৃহস্পতিবার ১০ আগস্ট সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে জানানো হয়, একুশে পদক সংক্রান্ত নীতিমালা অনুযায়ী ২০১৭ সালের জন্য ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্রে), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সামাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকারের নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকল জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক ও একুশে পদকে ভূষিত সুধীবৃন্দকে চলতি সালের ১ নভেম্বরের মধ্যে মনোনয়ন/ প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ জানানো হচ্ছে।

এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Similar Posts

error: Content is protected !!