হারানো বিজ্ঞপ্তি

shakil ahammad

মুহাম্মদ শাকিল আহম্মদ (১৫) নামের এই ছেলেটি গত ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার হারিয়ে গেছে। বাবার নাম মুহাম্মদ জাহাঙ্গীর হোছাইন। ছেলেটি কৈলাগ হোছাইনীয়া সুন্নীয়া মাদ্রাসার হেফ্জ বিভাগের ছাত্র। ছেলেটির গায়ের রং ফর্সা, তার পরনে ছিলো শার্ট ও ট্রাউজার। তার বাম পা একটু ছোট হওয়ায় টেনে টেনে হাঁটে।

shakil ahammad

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

উত্তর সরারচর, বাজিতপুর, কিশোরগঞ্জ। মোবাইল: ০১৭৯৪-৭৭৮৫২৬, ০১৭৫২-১৩৯০৭৪, ০১৭১০-৫৯৪৪৭৯, ০১৯৮৫-৫৭৬১০৯

Similar Posts

error: Content is protected !!