বাজিতপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

rat nidhon bajitpur

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ইঁদুর নিধন অভিযান ২০১৬-এর উদ্বোধন করা হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ (নান্দিনা) হলরুমে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসানের সভাপতিত্বে ইঁদুর নিধনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সারোয়ার আলম, উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল রাসেল প্রমুখ।

rat nidhon bajitpur
এর আগে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে ইঁদুর নিধন অভিযানের র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় ১১ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলা পরিষদের কর্মকর্তারাসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!