আমাদের নিকলী ডেস্ক ।।
বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সনের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম মঙ্গলবার ২৮ মার্চ থেকে শুরু হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখার এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাসস
এতে আরো বলা হয়, হজযাত্রী কোটায় ১ লাখ ১৭ হাজার ১৮৯ জনের মধ্যে ২ হাজার ৬০৪ জন হজগাইড ও হজ এজেন্সির ব্যবস্থাপনার জন্য ৮৫০ জন মোনাজ্জেম সরাসরি নিবন্ধন করবে। অবশিষ্ট ১ লাখ ১৩ হাজার ৭৪৪টি খালি কোটা প্রাক-নিবন্ধনের ক্রম অনুযায়ী পূরণের জন্য জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৭ অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত প্রাক-নিবন্ধিতদেরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সনের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করেছে।
এ বিষয়ে বিস্তারিত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mora.gov.bd) জানা যাবে।
একই দিনে অপর এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজগাইডের জন্য সংশোধিত ৯ মার্চ ২০১৭ তারিখের বিজ্ঞপ্তির হজগাইড বাছাই ও কর্মপরিধি সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
ই-হজ ব্যবস্থাপনার সাথে সমন্বয়ের জন্য সরকারি হজযাত্রীগণের পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীগণ পাসপোর্ট বিষয়ে হজ প্যাকেজ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীগণ নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এজন্য হজযাত্রীগণ মাহরামসহ একই সাথে হজে যাওয়ার জন্য নিবন্ধন ফরম পূরণ করে ইউডিসি, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসকের কার্যালয় বা হজ অফিস, ঢাকার মাধ্যমে নিবন্ধন ভাউচার তৈরি করতে পারবেন।
২০১৭ সনের হজ প্যাকেজ-১ এর হজযাত্রীদের অবশিষ্ট ৩ লাখ ৫৩ হাজার পাঁচশত আট টাকা এবং হজ প্যাকেজ-২ এর হজযাত্রীদের ২ লাখ ৯১ হাজার তিনশত পঞ্চান্ন টাকা সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকার ০০০২৩৩০০৯০৮ (সেল প্রসিডস অব হজ্জ্ব ডিপোজিট) নামের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিসাবের বিপরীতে জমা প্রদান করতে বলা হয়েছে।