পিডিবিকে পল্লীতে হস্তান্তরের প্রতিবাদে কিশোরগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও

আমাদের নিকলী ডেস্ক ।।

জেলায় পিডিবি লাইনকে পল্লী বিদ্যুতে হস্তান্তর করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও পিডিবি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সোমবার ১৭ এপ্রিল অনুষ্ঠিত এই কর্মসূচিতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল, বৌলাই ও কর্শাকড়িয়াইল এই তিন ইউনিয়নের শতশত মানুষ অংশ নেন। সকাল ১০টার দিকে বৌলাই মুক্তিযোদ্ধা বাজার ও দক্ষিণ কুঁড়ের পাড় থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভকারীরা যশোদল সিদ্ধেশ্বরী বাড়ী এলাকায় মিলিত হয়ে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শহর প্রদক্ষিণ শেষে দুপুর ১২টার দিকে শহরের রথখলা এলাকার পিডিবি অফিস ঘেরাও করেন বিক্ষোভকারীরা।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে পিডিবি রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এনামুল হক, সমন্বয়ক শহীদুল ইসলাম কিবরিয়া, রোকন উদ্দিন, আবদুর রাজ্জাক, জজ মিয়া ও জাবেদ আলী মেম্বার, যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান মিলন, যুগ্মআহ্বায়ক শামীম রেজা প্রমুখ বক্তৃতা করেন।

কর্মসূচি থেকে যশোদল, বৌলাই ও কর্শাকড়িয়াইল এলাকার পিডিবি লাইনকে পল্লী বিদ্যুতে স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। গত ৮ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল, বৌলাই ও কর্শাকড়িয়াইল এই তিন ইউনিয়নসহ আরো বেশ কয়েকটি এলাকার পিডিবি বিদ্যুৎ লাইন পল্লীবিদ্যুতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় বিদ্যুত বিভাগ।

বিষয়টি জানার পর পরই ক্ষোভে ফুঁসে ওঠেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নিজের এলাকা যশোদল এবং পার্শ্ববর্তী বৌলাই ও কর্শাকড়িয়াইল ইউনিয়নের বাসিন্দারা।

তারা বিদ্যুত বিভাগের এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী উল্লেখ করে পল্লী বিদ্যুতে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামেন।

আন্দোলনের অংশ হিসেবে গত ২রা মার্চ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিসহ কয়েক দফা বিক্ষোভ সমাবেশ করেন।

সূত্র : কিশোরগঞ্জে পিডিবি অফিস ঘেরাও (পূর্বপশ্চিমবিডি)

Similar Posts

error: Content is protected !!