খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শুক্রবার ১২ মে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।
নেত্রকোনার জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী, খালিয়াজুরী ইউএনও মোহাম্মদ তোফায়েল আহম্মদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার বলেন, খালিয়াজুরীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এটিই হবে প্রথম সফর। এর আগে আওয়ামী লীগের কোন সরকারপ্রধান খালিয়াজুরীতে আসেননি। প্রধানমন্ত্রীর সফরের খবর অকালবন্যায় ক্ষতিগ্রস্ত খালিয়াজুরী উপজেলাবাসীকে আনন্দিত করেছে।
খালিয়াজুরী ইউএনও মোহাম্মদ তোফায়েল আহম্মদ জানান, সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট অকালবন্যায় খালিয়াজুরী উপজেলার ৮৯টি ছোট-বড় হাওরের ২০ হাজার ৭০ হেক্টর জমির শতভাগ তলিয়ে গেছে। ওই উপজেলার একজন কৃষকের গোলায়ও এক ছটাক ধান ওঠেনি। এতে অন্তত ৩০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া হাওরের মাছের মড়কে মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত পাঁচ হাজার।
উল্লেখ্য, আগামী ১৮ মে বৃহস্পতিবার জেলার খালিয়াজুরীতে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওইদিন সকাল ১০টায় খালিয়াজুরী কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।