বলিউড কন্যা প্রিয়াঙ্কাকে ভালোবাসেন ‘দ্য রক’

আমাদের নিকলী ডেস্ক ।।

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে ভালোবাসেন হলিউড তারকা ও রেসলিংয়ের তারকা ‘দ্য রক’ ডোয়াইন জনসন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথাই বললেন। শুধু ভালোবাসার কথা জানিয়েই থেমে থাকেননি তিনি। আরও জানালেন, প্রথম দেখাতেই প্রিয়াঙ্কাতে মুগ্ধ হয়েছিলেন। এরপর ‘বেওয়াচ’ ছবিতে তার কাজ, তার সাথে মেশার পর মনে হয়েছে, ‘প্রিয়াঙ্কা আসলেই অনন্যা’।

এছাড়া ‘বেওয়াচে’ ছবিতে প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসা করেন তিনি। আর প্রিয়াঙ্কার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে ‘পারফেক্ট ভিলেন’ বলতে ভুললেন না। ভিলেনের চরিত্রকে ফুটিয়ে তুলতে যেমন মেধা আর দক্ষতা থাকা দরকার, তার সবই আছে প্রিয়াঙ্কার মাঝে। বললেন ডোয়াইন জনসন। সাক্ষাৎকারটি শুক্রবার ২ জুন সিএনএনে প্রচারিত হয়েছে।

‘বেওয়াচ’ ছবিটি গত ২৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে নানা জন নানা নেতিবাচক মন্তব্য করলেও, ছবির শিল্পীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন পুরোদমে। ছবির টিম এখন বার্লিন এবং লন্ডনে প্রচারণায় ব্যস্ত আছে। মিড-ডে।

সূত্র : প্রিয়াঙ্কাকে ভালোবাসেন ‘দ্য রক’ (চ্যানেল আই অনলাইন, ৩ জুন ২০১৭)

Similar Posts

error: Content is protected !!