যাত্রার লিফলেটে লেখা হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম

সংবাদদাতা ।।
উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের কতিপয় ক্ষমতাসীন দলের নেতারা নানশ্রী চেয়ারম্যান বাজারে ১০ ও ১১ ফেব্রুয়ারি বাণিজ্যমেলার ব্যানারে যাত্রাগানের আয়োজন করে। উক্ত যাত্রাগানের লিফলেটে মেয়েদের অশ্লীল নৃত্য সংবলিত ছবি প্রচারপত্রে বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখে তা বিভিন্ন এলাকার হাট-বাজারে বিতরণ করে।
লিফলেটটি স্থানীয় আলেম-উলামাদের দৃষ্টিগোছর হলে এর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান এবং যাত্রাটি বন্ধের জন্য আয়োজক গোষ্ঠীকে অনুরোধ করা হয়। ইসলামের মূল্যবোধের ওপর আঘাত করায় উপজেলার সব শ্রেণী-পেশার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, যাত্রাটি বন্ধের প্রতিবাদ জানালেও আয়োজনকারীরা থেমে নেই। যাত্রা অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করে চলছে। এ নিয়ে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কাবোধ করছেন।
উপজেলা উলামালীগ সভাপতি শরীফুল ইসলাম জানান, লিফলেট বিতরণ না করার জন্য তিনি আয়োজনকারীদের নিষেধ করেছেন, তবে যাত্রাটি বন্ধের বিষয়ে কিছুই বলেননি। স্থানীয় লোকজন এ প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন যাবৎ এলাকার একটি প্রভাবশালী মহল প্রতিবছর এ মৌসুম এলেই মেলার নামে অশ্লীল নাচ-গানের আয়োজন করে থাকে। এদের ভয়ে এলাকার লোকজন প্রতিবাদ করতে সাহস পান না।
যে স্থানে যাত্রার আসরটি বসানো হয় তার পাশেই রয়েছে মসজিদ, দাখিল মাদ্রাসা ও কিন্ডার গার্টেন স্কুল। এতে করে মুসুল্লিদের নামাজ ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। বিষয়টি নিয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মাহাবুবুল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, যাত্রা আয়োজনকারীরা থানা থেকে যাত্রা অনুষ্ঠানের নামে কোনো অনুমতি নেয়নি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!