আমাদের নিকলী ডেস্ক ।।
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত শামীমের পরিবারে চলছে আহাজারি। ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র তিন মাস আগে সৌদি আরব গিয়ে বুধবার সকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। নিহত সৌদি প্রবাসী শামীম (৩০) পাকুন্দিয়া পৌর এলাকার আনোয়ারখালী গ্রামের মৃত জাকারিয়া মিয়ার ছেলে।
স্বজনেরা জানান, শামীম এলাকায় রাজমিস্ত্রীর করতো। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পরিবারের ভাগ্য ফেরানোর আশায় ধারদেনা করে মাত্র তিন মাস আগে সৌদি আরব যান তিনি।
বুধবার সৌদি আরব সময় সকাল সাড়ে সাতটার দিকে কাজে যাওয়ার সময় রিয়াদের এক সড়কে গাড়িচাপায় ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। দুপুরে প্রবাসী এক বন্ধু মোবাইল ফোনে শামীমের পরিবারকে এই দুর্ঘটনার খবর জানান।
এরপর থেকেই পরিবারটিতে মাতম আর আহাজারি চলছে। এ ঘটনায় আনোয়াখালী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত শামীমের পরিবারে মাতম [কিশোরগঞ্জ নিউজ, ১৯ জুলাই ২০১৭]