সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী সিংগারপাড় আদর্শ দাখিল মাদ্রাসায় গত বৃহস্পতিবার অফিস কক্ষসহ সব শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয় একটি মহল।।
জানা গেছে, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বাহারুল হাসান বাবুলের নেতৃত্বে মাদ্রাসা থেকে ২০০ গজ দূরে নানশ্রী বাজারে যাত্রাপালার নামে ভাড়াটিয়া নাচনিওয়ালে দিয়ে অশ্লিল নাচ, গান ও জুয়া পরিবেশন করায় ক্ষোভে একটি মহল মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়। অফিস সহকারী শফিকুল ইসলাম সকালে অফিস রুম খুলতে গেলে এই চিত্র দেখা যায়। পরে মাদ্রাসার সুপার পরিচালনা কমিটির সভাপতি খবর দিলে তারা এসে অফিস কক্ষের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করেন এবং সব শ্রেণীকক্ষের তালা ভাঙ্গা হয়।
নাম প্রকাশ না করা সাপেক্ষে একজন এলাকাবাসী জানান, মাদ্রাসা কমিটির সভাপতি হয়ে এই অশ্লিল নৃত্য পরিবেশন করার কারণে একটি মহল ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় তালা লাগাইতে পারে। এ ব্যাপারে অত্র মাদ্রাসার অফিস সহকারী শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার নিকলী থানায় একটি সাধারণ ডায়রী করেন।